৬ ফেব্রুয়ারী ২০২৪ নিরাপদ ইন্টারনেট দিবস

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ

ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সব স্তরের মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে। ইন্টারনেটের কারণে গোটা পৃথিবী এখন হাতের মুঠোয়। সব চাওয়ারই পূর্ণতা মেলে এখানে। তাই ভালো এবং শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে হবে আর মন্দ জিনিস থেকে বিরত থাকতে হবে। তা না কাঙ্খিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভবপর হবে না।

নিরাপদ ইন্টানেট দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অপরাজেয় বাংলাদেশ এবং চিড়িয়াখানা বোটানিক্যাল উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং গ্রামীণ ফোন। এবার নিরাপদ ইন্টারনেট দিবসের থিম ছিল ‘টুগেদার ফর এ বেটার ইন্টারনেট'

চিড়িয়াখানা বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন অপরাজেয়-বাংলাদেশের ‘সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস এন্ড ইয়ুথ প্রকল্পের কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রাসেল মিয়া, গ্রামীণ ফোনের ডেপুটি ডিরেক্টর রাসনা হাসান, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার কাজী টিপু সুলতান, সেকেন্ডারি এডুকেশন অফিসার (পল্লবী) ফারজানা শারমীন, সেকেন্ডারি এডুকেশন অফিসার (মিরপুর-১) আব্দুল কাদের ফকির প্রমূখ। সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এতে অংশ নেন ।

দেশ গঠনে তরুণ-যুবাদের সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহার ছাড়া বর্তমান সময়ে এগুনো প্রায় অসম্ভব। দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। তাই ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনলাইন নিউজ লিংক- মানবকন্ঠ এবং ইপেপার পৃষ্ঠা-১ , পৃষ্ঠা-২